মুকসুদপুরে পুলিশের অভিযানে ১৪ আসামী গ্রেফতার
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় ১ জন, গ্রেফতারী পরোয়ানার ৫ জন, নিয়মিত মামলায় ১ জন, জুয়া আইনে ৭ জন সহ মোট ১৪ জন আসামীদের গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া নির্দেশে এই অভিযানে ১৪ জন আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রেন্টু, আউয়াল মোল্যা, মোঃ সেজেনুর শেখ, সেন্টু মোল্যা, নাইম মুন্সী, ঝন্টু মোল্যা, সেজেনুর, আকরাম শেখ, মতিয়ার মোল্যা, পাপন শেখ, জাবুল্লা শেখ, সাগর সেখ, সোহেল আকন্দ ও সেজেনুর শেখ।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বাংলার নয়নকে জানান, দীর্ঘদিন ধরে ৫ আসামী বিজ্ঞ আদালতে হাজির না হয়ে পলাতক ছিল। এদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় সুনিদিষ্ট মামলা রয়েছে। এছাড়াও ৯ আসামীকে মাদক, জুয়া ও নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।