ঈদুল আজহা উপলক্ষে আজ পাটগাতি বাজারে অনুষ্ঠিত হয়েছে বিশাল পশুর হাট‌

ঈদুল
 ফলে ক্রেতা-বিক্রেতারা ছিলেন চরম সংকটে। ঈদের আগে পশুর হাট খুলবে কি না এ নিয়ে খামারি ও ক্ষুদ্র গরু ব্যবসায়ীরা শঙ্কায় পড়েছিলো।
কিন্তু সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে ঈদের আগেই লগডাউন শিথিল করে দেশব্যাপী চালু করা হয়েছে কোরবানির পশুর হাট। আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী পাটগাতি বাজারে বসেছে বিশাল পশুর হাট‌।
করোনাকালীন এসময় হাট বসলেও অন্য বছরের তুলনায় এবছর রয়েছে কিছু বিধি নিষেধ। উক্ত বিধি নিষেধ মেনে আজ ১৭ই জুলাই শনিবার টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী পাটগাতি পশুর হাট অনুষ্ঠিত হয়েছে। গরু, মহিষ এর হাট পাটগাতি বাজারে অবস্থিত পৌর কষাইখানার সামনে এবং ছাগল এর হাট গ‌ওহরডাঙ্গা চৌরঙ্গী শেখ লুৎফর রহমান সেতুর শুরু ভাগের পূর্ব পার্শ্বে অনুষ্ঠিত হয়।
রাজাবাবু, বাগেরহাট হাটের বস, ওস্তাদ নামের বিশালাকৃতির দৃষ্টিনন্দন পশু সহ রং বেরঙের হাজারো কোরবানির পশুতে মুখরিত ছিল ঐতিহ্যবাহী এ পশুর হাট। টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, বাগেরহাট,চিতলমারী, পিরোজপুর সহ আশেপাশের কয়েক এলাকার ক্রেতা বিক্রেতায় হাটের শুরু থেকেই জমে উঠে এবং পুরোটা সময় জুড়েই ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করে হাটে ক্রয়-বিক্রয় পরিচালিত হয়। স্যানিটাইজ করার জন্য এখানে ছিলো পর্যাপ্ত সামগ্রী৷ বাজার কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে ভলান্টিয়ার ৷ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরনারি মেডিক্যাল টিম, জাল টাকা শনাক্ত করার জন্য একজন অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তা, পুলিশ আনসার সদস্য, গ্রাম পুলিশ এখানে সার্বক্ষনিক নিয়োজিত ছিলেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *