কোটালীপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান বন্ধের ঘোষণা

কোটালীপাড়া প্রতিনিধি: করোনাভাইরাসের ঝুঁকি কমাতে আগামীকাল রবিবার থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সকল হাট বাজারে কাঁচাবাজার, মুদি, ঔষধ ও কৃষিপণ্যের সাথে সম্পর্কিত দোকানপাট ব্যতীত অন্য সকল প্রকার দোকান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন শৃংখলা কমিটির এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, ওসি শেখ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, করোনাভাইসের ঝুঁকি কমাতে আগামীকাল রবিবার থেকে কোটালীপাড়ার সকল হাট বাজারে কাচাবাজার, মুদি, ঔষধ, কৃষিপণ্যের সাথে সম্পর্কিত দোকানপাট ব্যতীত অন্য সকল প্রকার দোকান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া এ উপজেলায় প্রবেশের ২৩টি প্রবেশদ্বারে পরিবহন ও জনসাধারণের চলাচল কঠোর ভাবে সীমিত করা হবে।এই নির্দেশনা অমান্য করে যদি কেউ কোটালীপাড়ায় প্রবেশ করে তা হলে তাকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *