ময়মনসিংহে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৩জনের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গে নিয়ে মৃত্যুবরণ করেছে। হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের রুবেল (৬০), ফুলবাড়িয়ার ইমান আলি (৭২), ফুলপুরের জামিলা বেগম (৬৫), মুক্তাগাছার আব্দুল কাদের (৭০), নেত্রকোনা সদরের রোকেয়া (৬৭), কেন্দুয়ার সাথিয়া (৫৫), শেরপুর সদরের সুলতানা (৬২), জামালপুর সদরের নবাব আলি (৭০), টাংগাইল মধুপুরের আব্দুর সালাম (৬৭)। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয় মৃত্যুবরণ করেন, ময়মনসিংহ সদরের রহিমা (৬০) , মাইজবাড়ির আবু বকর (৫২), কুড়িগ্রামের রওমারির তাইজুদ্দিন (৭৫), গাজীপুর সদরের লিটন সরকার (২৩)।ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৪০ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *