ময়মনসিংহে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭জনের মৃত্যু
ময়মনসিংহ (মমেক) করোনা ইউনিটে করোনায় মৃত্যু যেন বেড়েই চলছে। করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৭ জনের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১১ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মোস্তাফিজুর রহমান (৪২), ত্রিশালের আব্দুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেসা বেগম (৬০), নালিতাবাড়ীর রোকসানা (২৩), নারায়নপুরের আব্দুল মোতালেব (৬৪), জামালপুর সদরের চান মিয়া (৬৫)।এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের জলিল (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলি (৩৮), নুর বানু (৬০), সিরাজুল (৯০), মুক্তাগাছার আল জিন্নাহ (৬৫), ভালুকার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫), নেত্রকোনা সদরের আব্দুর রহমান (৫০)। খরোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪১৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।