ফকরিহাটে রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তযিোদ্ধার দাফন

ফকরিহাটে বীর মুক্তযিোদ্ধা যতীন্দ্রনাথ ঘোষ জটাসাধু (৮০) শনবিার সন্ধ্যা সাড়ে সাতটার দকিে বাসভবন আট্টাকী ঘোষ পাড়ায় র্বাধক্য জনতি কারণে পরোলোকগমন করনে। মৃত্যুকালে তনিি স্ত্রী, ২পুত্র ও ৩ কন্যাসহ
অসংখ্য গুনগ্রাহী রখেে গছেনে। রববিার সকাল ১০টায় আট্টাকী ঘোষপাড়া বাসন্তী পূজা মন্দরি চত্ত্বরে নর্বিাহী
ম্যাজষ্ট্রিটে মো: আজজিুর কবীররে উপস্থতিতিে এসআই মজিানুর রহমানরে নতেৃত্বে একদল পুলশি মরহুম বীর মুক্তযিোদ্ধাকে র্গাড অব অনার প্রদান করনে।

এরর্পুবে উপজলো মুক্তযিোদ্ধা সংসদরে পক্ষ থকেে পুষ্পমাল্য অর্পন করে শষে শ্রদ্ধা জ্ঞাপন করনে। এদনি দুপুরে ফকরিহাট শ্বশানঘাটে তাঁর শষেকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়ছে । এসময় উপস্থতি ছলিনে উপজলো চয়োরম্যান স্বপন দাশ, মুক্তযিোদ্ধা সয়ৈদ আলতাফ হোসনে টপিু, বীর মুক্তযিোদ্ধা শখে আলাল উদ্দনি আলাল, শাহাদাৎ হোসনে, শখে মো: আবু বকর, আব্দুল কাদরে প্রমূখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *