ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের এডি হাফিজুর রহমানের মৃত্যু
কোভিট-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (এডি) মো. হাফিজুর রহমান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলন মুরশেদ । তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাফিজুর রহমান। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। ২০০০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যোগ দেন হাফিজুর রহমান।