টুঙ্গিপাড়ায় জেলা পুলিশ সুপারের সচেতনতা বৃদ্ধি মূলক অভিযান
করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনাভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জ জেলা পুলিশ সচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করেছে। সেই সঙ্গে মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধও করা হয়ছে। আজ ৫ই জুলাই (লগডাউন এর ৫ম দিন) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা এর উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টায় গওহরডাঙ্গা চৌরঙ্গী থেকে শুরু হয়ে পাটগাতি বাজার হয়ে বাঁশবাড়িয়া পরিদর্শন শেষে আবারো পাটগাতি বাস স্ট্যান্ড এসে শেষ হয়।
এসময় জনসাধারনের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়শা সিদ্দিকা বলেন, সারা দেশ সহ টুঙ্গিপাড়ায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসন প্রথম থেকেই কাজ করছে। এবং ভবিষ্যতেও থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, মানুষকে সচেতন করতে পারলেই করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব ।
এসময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল আলম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।