না ফেরার দেশে শিক্ষাবিদ কৃষ্ণদাস রানা
না ফেরার দেশে চলে গেলেন শিক্ষাবিদ কৃষ্ণদাস রানা। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৬ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃতুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেল ৪ টায় নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।শিক্ষাবিদ কৃষ্ণদাস রানা একাধারে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ে ২৬ বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন