করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন গোবিন্দগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তম
করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র বীর উত্তম খেতারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম । সোমবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি … রাজে উন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর । তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তমের নাতি সরকারের উপ-সচিব আল আমিন সরকার এই তথ্য নিশ্চিত করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তম। মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন। যুদ্ধকালীন সময় আরও সাত জনকে সাথে নিয়ে গড়ে তোলের প্রথম নৌ কমান্ড। যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন। তিনি গাইবান্ধা জেলার একমাত্র বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। মরহুম বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তমের জানাযার নামাজ আজ সোমবার বাদ এশা ঢাকার মিরপুর সাড়ে এগারোর (পল্লবী) পলাশনগরে অনুষ্ঠিত হবে। পরে তাকে সেখানে দাফন করা হবে। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গোবিন্দগঞ্জে শোকের ছায়া নেমে পড়েছে।