ফকিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০বছরের শিশুকে মারপিট, থানায় অভিযোগ
ফকিরহাটের পল্লীতে তুচ্ছ ঘটনায় হীরন নামের ১০ বছরের একটি শিশুকে মারপিট করা হয়েছে। ২৫ জুন শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় হীরনের পিতা হোসেন (৩০) একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, এদিন বিকেলে হীরন তার বাড়ীর সামনের রাস্তায় সাইকেল চালাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে একই গ্রামের ইয়ার আলী (৬০) নামের এক ব্যক্তি সাইকেল চালিয়ে আসে এবং দুর্ঘটনায় পতিত হয়। তুচ্ছ ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইয়ার আলী তখন হীরনকে মারপিট শুরু করে।
হীরনের চীৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ইয়ার আলী হীরনকে ছেড়ে দিয়ে চলে যায়। হীরন বাড়ীতে ফিরলে তার বাবা হোসেন হীরনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি ফকিরহাট মডেল থানায় সংশ্লিষ্ট বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।