কালিয়ায় ভ্রাম্যমান আদালতে অবৈধ ক্যাবেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানাসহ মালামাল জব্দ।

  নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে ১৫ বছর যাবৎ অবৈধ ক্যাবেল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনার অপরাধে আনোয়ার সাদত (৪০) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ জুন (মঙ্গলবার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এ জরিমানার আদেশ দেন। আনোয়ার সাদত উপজেলার শীতলবাটি গ্রামের মোঃ আঃ কাবেজ শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, আনোয়ার সাদত দীর্ঘ ১৫ বছর যাবৎ অবৈধ ক্যাবেল সংযোগ করে আসছিল।

নিয়ম অনুযায়ী লাইসেন্স ছাড়া এক জেলার নেটওয়ার্ক অন্য জেলায় চালানো যাবেনা। কিন্তু আনোয়ার সাদত প্রভাবশালীদের ছত্রছায়ায় খুলনা ভিশনকে অবৈধভাবে এলাকায় প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তার স্বপক্ষে যুক্তিসংগত কোন কাগজ দেখাতে না পারায় ক্যাবেল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ৪(১) ও ২৮(২) ধারা অপরাধ সাব্যস্ত হওয়ায় একটি নুড ও একটি ট্রান্সমিটার জব্দ করার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম বলেন, লাইসেন্স বিহীন অবৈধ ক্যাবেল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ৪(১) ও ২৮(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় জরিমানা আদায় পূর্বক একটি নুড ও একটি ট্রান্সমিটার জব্দ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *