চিতলমারী থানার ওসি তদন্তসহ ৩ জনের করোনা শনাক্ত, দুইটি বাড়ি লকডাউন
বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রথম সারির করোনা যোদ্ধা ওসি তদন্ত মোঃ ইকরাম হোসেনসহ ৩ জনের করেনা শনাক্ত হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এ্যান্টিজেন্ট টেস্টে তাদের করোনা পজেটিভ এসেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুনরায় পরীক্ষার জন্য করোনা আক্রান্তদের নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ওসি তদন্ত মোঃ ইকরাম হোসেন করোনার প্রথম ঢেউ থেকে (২০২০ সালের মার্চ) এ উপজেলায় প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে কাজ করছেন।
করোনা শনাক্ত অন্য দুইজন হলেন, শিবপুর ইউনিয়নের শান্তিখালী এলাকার গৃহবধু স্বপ্না বেগম (৪০) ও চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামের এনজিওকর্মি অর্পিতা ব্রহ্ম (৩৫)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনাক্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান জানান, বর্তমান আক্রান্তদের জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী জানান, আক্রান্তদের ২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।