মুকসুদপুরে লকডাউন অমান্য করায় ১২ জনকে জরিমানা
গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রুপ ধারন করার কারনে মুকসুদপুর উপজেলায় ৭ দিনের (২২–৩০ জুন) কঠোর লকডাউন ঘোষণা করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন।
লকডাউন ঘোষণার ১ম দিনে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে ও প্রতিটি মহল্লার সড়কের মুখে বাশ বেধে সকল প্রকার যানবাহন প্রবেশে বিধিনিষেধ অরোপ করা হয়েছে! শুধু মাত্র রুগি বহনকারী অ্যাম্বুলেন্সকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে? তবে ওষুধের দোকান খোলার নির্দেশনা রয়েছে।
ঘোষিত লকডাউনের ১ম দিনে মুকসুদপুর পৌরসভা, মহারাজপুর বাজার, বনগ্রাম বাজার ও বাটিকামারী বাজারে অভিযান পরিচালনা করে লকডাউনের আইন অমান্যকারী ১২ জনকে মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ, এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবকর মিয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে মুকসুদপুর সহ গোপালগঞ্জ জেলা পুলিশকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে।