দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের রেকর্ড
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) দিনাজপুর জেলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃত্যুর মিছিল যেন থামছেই না দিনাজপুরে।
বিগত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ০৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু করোনা রোগীরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিলেন ১৪৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন করে রেকর্ড ২৭৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত করোনা রোগীদের মধ্যে ১৯০ জনই সদর উপজেলার।
এছাড়া বিরামপুরে ২৬ জন, বিরলে ১৫ জন, ফুলবাড়ী ১৪, পার্বতীপুরে ১৩ জন, নবাবগঞ্জে ০৫ জন, কাহারোল ও হাকিমপুরে ০২ জন করে এবং বীরগঞ্জ ও চিরিরবন্দরে ০২ জন করে। এ নিয়ে দিনাজপুর জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ৭১৮ জন করোনা রোগী শনাক্ত হলো।
এছাড়া একই সময়ে এই মহামারীকে জয় করে বাড়ি ফিরেছেন ৩১ জন করোনা রোগী। এ নিয়ে করোনা জয় করলেন দিনাজপুর জেলার ৫ হাজার ৭২৬ জন। আর বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন জেলার ৮৪৫ জন করোনা রোগী। আজ বৃহস্পতিবার (১৭ জুন) দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।