হারিয়ে যাওয়া শিশুকে বাবার কাছে ফিরিয়ে দিলো মুকসুদপুর থানা পুলিশ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দিল মুকসুদপুর থানা পুলিশ। গত ১২ জুন বাবার সাথে চট্টগ্রাম যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে হারিয়ে যায় শিশু তানভীর (১০) সে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানার তেলিআবদা গ্রামের আঃ মান্নানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন মুকসুদপুর থানার বাহাড়া গ্রামে স্থানীয় লোকজন শিশুটি কাঁদতে দেখে মুকসুদপুর থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ বিষয়ে মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম জানায় আজ ১৬ জুন সকালে তার বাবা আঃ মান্নানের কাছে হস্তান্তর করে তাদের চট্টগ্রামে ফেরার ব্যবস্থা করা হয়েছে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সাথে আলাপকালে তিনি জানায় শিশু বাচ্চাটির সাথে কথা বলে শিশুটির ঠিকানায় যোগাযোগ করে মোবাইলে কথা বলে তার হারিয়ে যাওয়া শিশু তানভীরকে খুজে পাওয়ার বিষয়ে জানানো হয়। ছেলেটিকে তার বাবার কাছে দেওয়া হয়েছে। ছেলেটিকে তার বাবার কাছে বুঝিয়ে দিতে পেরে আমাদেরও ভালো লাগছে।