নীলফামারিতে হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু
উত্তরবঙ্গের নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে দশদিন ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বিকেলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদুর রহমান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রীড়া পরিষদের সহযোগীতায় প্রশিক্ষণটি নীলফামারীতে বাস্তবায়ন করছে জেলা ক্রীড়া সংস্থা। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন ক্রীড়া পরিষদ রাজশাহী বিভাগের উপ-পরিচালক নাসিরুল্লাহ।