গোবিন্দগঞ্জে মারপিট টাকা ও স্বর্নালংকার চুরির অভিযোগে থানায় মামলা দায়ের

  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মারপিট ও টাকাসহ স্বর্নালংকার চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা সুত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (ঘোষপাড়া) মহল্লার মৃত-ফজলুল হক শেখের ছেলে মনোয়ার হোসেন শেখ (৪৩), বাড়ীতে গত ৩ জুন রাত সাড়ে ৯ টার দিকে একই পৌরসভার মাগুড়া সোনারপাড়া মহল্লার আব্দুল মান্নান মিয়ার ছেলে আবু বক্কর (২৫) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকৃতির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে।

  গাইবান্ধার গোবিন্দগঞ্জে মারপিট ও টাকাসহ স্বর্নালংকার চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা সুত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (ঘোষপাড়া) মহল্লার মৃত-ফজলুল হক শেখের ছেলে মনোয়ার হোসেন শেখ (৪৩), বাড়ীতে গত ৩ জুন রাত সাড়ে ৯ টার দিকে একই পৌরসভার মাগুড়া সোনারপাড়া মহল্লার আব্দুল মান্নান মিয়ার ছেলে আবু বক্কর (২৫) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকৃতির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে।

এতে বাঁধা দিতে গেলে মনোয়ার হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন রানার উপর বক্কর বাহিনীর লোকজন হামলা দিয়ে তাকে মারপিট করে গুরুত্বর আহত করে। এক পর্যায়ে তারা বসতবাড়ীর ভিতর অসবাবপত্র ভাংচুর করিয়া প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন ও অটোবির শোকেজ এর ড্রয়ার ভেঙ্গেবিভিনন নোটের ৭৩ হাজার টাকা এবং ২ ভরি ১৩ আনা ওজনের স্বর্ণ চুরি করে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহত রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।

তার চিকিৎসার শারিরীক অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কতব্যরত ডাক্তার বগুড়া (শজিমেক) হাসপাতালে রির্ফাড করলে এ্যামবুলেন্স যোগে রানাকে টিএমএসএস হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় মনোয়ার হোসেন বাদী হয়ে আবু বক্কর সহ ১৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৮, তারিখ-৪-জুন/২১।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *