ইয়াছিন সভাপতি-ফারুক সাঃ সম্পাদক মফস্বল প্রেসক্লাব ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন
বাগেরহাট জেলার ফকিরহাটে মফস্বল প্রেসক্লাব ফোরাম এর পুর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ৫জুন শনিবার বিকাল ৪ টায় ফকিরহাটে হোটেল তাজমহলের কনফারেন্স রুমে ফকিরহাট ও চুলকাঠি সহ বিভিন্ন এলাকায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মফস্বল প্রেসক্লাব ফোরাম নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।সভায় সকল প্রেসক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে উক্ত সংগঠনের দ্বি-বার্ষিক একটি কমিটি গঠন করা হয়।যেখানে ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: কাজী ইয়াছিনকে সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি- সেকেন্দার মোড়ল, শেখ আসাদুজ্জামান ও খান আল আওয়াল মনি।
যুগ্ম সম্পাদক- মান্না দে, শেখ সৈয়দ আলী। সাংগঠনিক সম্পাদক-মো: আনিসুর রহমান এম.জাকির হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-নাসির খান। দপ্তর সম্পাদক- রামীম চৌধুরী।অর্থ বিষয়ক সম্পাদক- মোঃ হুমায়ুন কবির। নির্বাহী সদস্য-আমিরুল ইসলাম, আহসান টিটু, ফটিক ব্যানার্জী, মোজাহিদুর রহমান ও শেখ মনিরুজ্জামান।
কমিটির উপদেষ্টারা হলেন- খান মাহামুদ আরিফুল হক,শেখ মাহবুবুর রহমান দুলু, এইচ এম নাসির উদ্দিন, প্রেম কুমার অলোক কামরুল আহসান হীরক।