ফকিরহাটে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ফকিরহাট ইউএনও কার্যালয়ে রবিবার (২৩ মে) সকাল ১০টায় ঘুর্ণিঝড় ইয়াশ মোকাবেলায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, দুর্যোগ মোকাবেলায় শুভদিয়া সাইক্লেন সেন্টার সহ ফকিরহাটে মোট ৯২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত খোলা থাকবে। প্রস্তুত থাকবে মেডিকেল টিম, খাদ্য সামগ্রী, সুপেয় পানীর ব্যবস্থা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত, প্রকল্প বাস্তাবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী প্রমূখ।