গোপালগঞ্জে গভীর রাতে হামলা মারপিট নারী সহ আহত ৭

গোপালগঞ্জে গভীর রাতে হামলা মারপিট নারী সহ আহত ৭

গোপলগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে হামলা ও মারপিটের ঘটনায় নারী সহ ৭ জন আহত হয়েছে । গত বুধবার (১৯ মে) দিবাগত গভীর রাতে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, এলাকার আঃ খালেক সরদারের ছেলে মফিজুল সরদার (৩৫) এর প্রতিবেশী বাচ্চু মোল্লার ছেলে আঃ রহমান মোল্লা(২৪) সাথে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে বিবাদ হয় । উক্ত বিবাদকে কেন্দ্র করে রহমান মোল্লার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মফিজুল সরদারের বাড়ী ঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে। তাদের শোর চিৎকারে ভাই নজরুল সরদারের পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের মারপিটে আহত করে।

স্বজনেরা গুরুত্বর আহত নজরুল সরদার ও তার ছেলে রমজান সরদার (১৫) কে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নজরুল সরদার কে খুলনা মেডিকেলে প্রেরণ করেন। অন্যরা এলাকায় প্রাথমিক চিকিৎসা নেন। মর্জিনা বেগম (৩৫) সাংবাদিকদের বলেন- হামলাকারীরা ঘর দরজা আসবাবপত্র ভাংচুর করে নগদ ৬০ হাজার টাকা ও আট আনা স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

মফিজুল সরদার জানান- রহমান আমার কাছে টাকা পেতো, পরিশোধ করে দিয়েছি, আরো টাকা দাবী করে মারপিট ও বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে। রহমান মোল্লা বলেন- মফিজুলের কাছে আমি টাকা পাই, চেয়েছি বলে আমাকে মারপিট করেছে। এ ব্যাপারে মর্জিনা বেগম বাদী হয়ে ৮ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *