গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গ ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে নিয়োজিত রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। লকডাউনে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকা কর্মহীন তৃতীয় লিঙ্গ ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ। “মানুষ-মানুষের জন্য, জীবন-জীবনের জন্য” চিরাচরিত এ মানবতাকে সামনে রেখে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে সোমবার বিকালে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় “আস্থা’র সামনে ২৫ জন কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ উপহার (চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভৈজ্য তেল, চিনি, সেমাই) ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (সাবান ও মাস্ক) স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

 

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

 

পরে তিনি গোপালগঞ্জ সদর থানা কমপ্লেক্সে অসহায়, দুস্থ, বয়োবৃদ্ধ সহ প্রতিবন্ধীদের মাঝে ২০০ ( শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহার আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা করোনা প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন। আপদকালীন এ সময়ে সমাজের বৃত্তবানদেরকে অসহায় ও কর্মহীন মানুষের পাশে এগিয়ে আসার আহŸান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *