নড়াইলে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারকে আইজিপি দেওয়া ঈদ উপহার তুলে দিলেন এসপি প্রবীর কুমার রায়

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে থেকে নানা ধরনের সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। প্রিয়জন হারানোর এসব পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য এই ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ । পুলিশ সদর দপ্তর থেকে এসব উপহার সামগ্রী সকাল ১১:০০ টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে তুলে দেন নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এ সময় মৃত পুলিশ সদস্যদের পরিবারের স্বজনরা উপস্থিত হয়ে এ সকল উপহার সামগ্রী গ্রহণ করেন। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। তাদের পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ফোটানোর জন্য বাংলাদেশ পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে থেকে নানা ধরনের সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। প্রিয়জন হারানোর এসব পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য এই ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ । পুলিশ সদর দপ্তর থেকে এসব উপহার সামগ্রী সকাল ১১:০০ টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে তুলে দেন নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

এ সময় মৃত পুলিশ সদস্যদের পরিবারের স্বজনরা উপস্থিত হয়ে এ সকল উপহার সামগ্রী গ্রহণ করেন। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। তাদের পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ফোটানোর জন্য বাংলাদেশ পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *