গোপালগঞ্জের দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও কর্মহীনদের মাঝে গরুর গোশত বিতরণ
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে।
দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার। এসব বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বচ্ছল ও নিন্ম আয়ের পরিবারের মাঝে নিজ উদ্যোগে আগাম গরুর গোশত বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মিরাজুল ইসলাম।
এ লক্ষে রোববার সকালে শেখ মিরাজুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে একটি দেশী ষাঁড় কিনে জবাই করে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুর ইউনিয়নের ২৩০ কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সরকারের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে এবং গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র দিক নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের পাশে গতবারের ন্যায় এবারও দাঁড়িয়েছেন দুর্গাপুর ইউনিয়়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শেখ মিরাজুল ইসলাম। পবিত্র রমজান মাসের শুরুতেই তিনি কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা, ইফতার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও তিনি গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।