গোপালগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখার স্থান পরিবর্তন হয়েছে

গোপালগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখার স্থান পরিবর্তন হয়েছে

গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় স্থাপিত সোনালী ব্যাংকের প্রধান শাখার স্থান পরিবর্তন করা হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেড গোপালগঞ্জের প্রধান শাখার বর্তমান ঠিকানা শহরের পাঁচুড়িয়া এলাকায় সদ্য নির্মিত গোপালগঞ্জ নিউ মার্কেটের বিপরীতে দেলোয়ার হোসেন ভবনের ১ম ও ২য় তলায় স্থানান্তরিত হয়েছে। আগামী রোববার (৯ মে) নতুন এ ঠিকানা থেকে সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যাংকিং লেনদেন পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লঞ্চঘাট এলাকায় স্থাপিত সোনালী ব্যাংকের পূর্বের ভবন ব্যবহার অনুপযোগী হওয়ায় নিরুপায় হয়েই নতুন এ শাখায় স্থানান্তরিত হয়েছে বলে জানাগেছে। এ লক্ষ্যে শুক্রবার সোনালী ব্যাংকের পুরাতন শাখা থেকে পুলিশ প্রহরায় নগদ অর্থ সহ ব্যাংকের মূল্যবান জিনিসপত্রসহ সবকিছু নতুন শাখায় স্থানান্তর করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *