টুঙ্গিপাড়ায় চালের পরিবর্তে সাড়ে ৪’শ টাকা পাবে ভিজিএফ কার্ডধারীরা

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভালনারেবল গ্ররুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচীর আওতায় দশ কেজি চালের পরিবর্তে নগদ সাড়ে ৪’শ টাকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার একযোগে উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভিজিএফ কার্ডধারীদের দশ কেজি চালের পরিবর্তে নগদ সাড়ে ৪’শ টাকা প্রদান করা হয়।
উপজেলার বর্নি ইউনিয়নে টাকা প্রদানের কার্যক্রম শুরু করেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম।
টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, আজ মঙ্গলবার থেকে ভিজিএফ চালের পরিবর্তে নগদ সাড়ে ৪’শ টাকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি চাল বরাদ্দ থাকে।
কিন্তু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেই চালের পরিবর্তে নগদ টাকা দেয়া হচ্ছে। উপজেলার ৫ টি ইউনিয়নে ৬ হাজার ৬৬০ ও ১ টি পৌরসভার ৪ হাজার ৬’শ মোট ১১ হাজার ২৬০ জন ভিজিএফ কার্ডধারীরা পাবে নগদ টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *