ফকিরহাটে চুরির অভিযাগে নারীকে হাত-পা বেঁধে  নির্যাতন ঘটনায় মামলা,

 ফকিরহাটে চুরির অভিযাগে মমতাজ বেগম নামে মধ্যবয়সী এক নারীকে হাত-পা বেঁধে নির্যাতন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নির্যাতিত ওই নারী ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সোমবার (৩ মে) রাতে ফতেমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২ মে) দুপুরে ফকিরহাটের সদর বাজারে নিউ ষ্টুডেন্টস টেইলার্স থেকে কাপড় চুরির অভিযোগে কয়েকজন নারী-পুরুষ মিলিত হয়ে মমতাজ বেগমকে পিঠমোড়া দিয়ে বেঁধে মারপিট করা হয়।
ওই নারী বার বার বলেন তিনি চুরি করেননি। তিনি কাপড় কিনতে এসেছে। তারপরও তাকে মারপিট ও চুল কেটে দেয়া হয়।
এ ঘটনায় তিনি ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নির্যাতিত মমতাজ বেগম ঝালকাঠী জেলার রাজাপুরের আলগী শিকদার বাড়ী এলাকার মৃত: বারেক শিকদারের স্ত্রী।
এদিকে ঘটনার দিন অর্থাৎ রোববার (২ মে) চুরির অভিযাগে নির্যাতিত উক্ত নারীকে আসামী করে ব্যবসায়ী আ: রশিদ শেখ সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা করেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুর আনাম বলেন, পৃথক দুইটি মামলা হয়েছে। পৃথক মামলায় দুইজন আটক হয়েছে। মামলা দুইটি তদন্তধীন রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *