গোপালগঞ্জে রাতের আঁধারে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে নিয়োজিত রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী।

লকডাউনে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ।

“মানুষ-মানুষের জন্য, জীবন-জীবনের জন্য” চিরাচরিত এ মানবতাকে সামনে রেখে রাতের আঁধারে কর্মহীন, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিজ হাতে পৌঁছে দিলেন গোপালগঞ্জের মানবিক পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম-সেবা।

সোমবার রাত ১০ টায় পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ব্যাংকপাড়া, মিয়াপাড়া, গেটপাড়া, বকুলতলা সহ শহরের বিভিন্ন এলাকায় প্রায় দুই শত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভৈজ্য তেল, চিনি, সেমাই) ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (সাবান ও মাস্ক) স্বাস্থ্যবিধি মেনে পৌঁছে দেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা আপদকালীন এ সময়ে সমাজের বৃত্তবানদেরকে অসহায় ও কর্মহীন মানুষের পাশে এগিয়ে আসার আহŸান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *