নড়াইলের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত
নড়াইলের কালিয়ায় ক্ষেতের কাটা ধান বহন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদেরকে কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার বেন্দারচর গ্রামের আকবর হোসেন মোল্যা ও মো.মিঠু শেখ তাদের নিজস্ব জমির বোর ধান কেটে সেগুলো বহন করে বাড়িতে নেয়ার পথে বেন্দারচর কাটা খালের ওপর অবস্থিত বাঁশের শাকো পার করার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এক পর্যায়ে কথাকাটাকাটির জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের কামাল মোল্যা (৩৮),পল্টু শেখ (৪০) ও সোনা মিয়া (২২) মারাত্মক আহত হন। তাদেরকে কালিয়ায় ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’