ফরিদপুর জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতির পক্ষ থেকে ১০৫ টি মন্দিরে চাল বিতরণ

বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ংকর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ২য় ঢেউ চরাকালীন লকডাউন সময়ে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৌরসভার আওতাভুক্ত একশত পাচঁটি (১০৫) মন্দিরে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি ও বেঙ্গল ব্যাংকের পরিচালক শ্রীমান ডাঃ যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি) এর পক্ষ থেকে মন্দিরের পুরোহিত ও পূজারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১.৩০ মিনিটের সময় শহরের গোয়ালচামট এলাকা শ্রীধাম শ্রীঅঙ্গনে এই চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গন এর সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, ইসকন মন্দিরের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শিব প্রিয়ানন্দ, স্বামী সুমধুর আনন্দ, জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সহ-সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, পৌর পূজা কমিটির সভাপতি রাম দত্ত, সহ-সভাপতি ও কাউন্সিলর বিধান কুমার সাহা, শিব প্রসাদ দাস, বীর মুক্তিযোদ্ধা পি.কে সরকার, শংকর সাহা, বিভাস দত্ত, জয় বিশ্বাস, সঞ্জয় কর্মকার, বিষ্ণুপদ পাল, তুষার দত্ত, অশোক রাহুত বাপন, সঞ্জয় কর বাবু, ব্রজগোপাল দত্ত, প্রসাদ সাহা, অনুপ সাহা, অতুল বিশ্বাস, উৎপল কুমার দত্ত, অতনু দত্ত, প্রমূখ মহোদয়গন সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

এসময় মন্দিরের পূজারীদের মাঝে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মন্দিরে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *