র্যাব-১২(সিরাজগঞ্জ) এর অভিযানে ৫৮০ গ্রাম কোকেনসহ আটক-০৪
র্যাব-১২(সিরাজগঞ্জ)এর অভিযানে ৫৮০ গ্রাম কোকেনসহ আটক-০৪ মাদক ব্যবসায়ী গোপন সংবাদের ভিওিতে (র্যাব-১২) এর নিকট তথ্য আসে,মাদকের একটি বড় চালান লেনদেন হতে চলেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায়। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় মাদক উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালায় র্যাব-১২ এর একটি চৌকষ অপারেশন টিম। গত মঙ্গলবার (২০ এপ্রিল, ২০২১ খ্রিঃ) আনুমানিক বিকেল ৪.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়ন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮০ গ্রাম কোকেন সহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাহাদের নিকট থেকে ৫৮০ গ্রাম কোকেন পাউডার যার (আনুমানিক মূল্য =৫৮,০০,০০০/-টাকা) উদ্ধার করা হয়।