টুঙ্গিপাড়ায় বীর প্রতীক রেজাউল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দাফন
 মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য “বীর প্রতীক” খেতাব প্রাপ্ত ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন মোঃ রেজাউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ রবিবার বাদ জোহর টুঙ্গিপাড়া উপজেলার বাসুড়িয়া গ্রামের নিজ বাড়িতে মরহুমের দাফন সম্পন্ন হয়। টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম ও থানার ওসি এএফএম নাসিমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে তার নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, বর্ণি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মোঃ রেজাউল হক “বীর প্রতীক” বার্ধক্য জনিত কারণে গতকাল শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বীর প্রতীক মৃত্যুকালে দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *