চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় দোল উৎসব পালিত
বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৯ মার্চ) উৎসবের দ্বিতীয় দিনে আবিরের রঙে রাঙিয়ে হোলি খেলায় মেতে ওঠে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের তরুণ-তরুণী ও নারী-পুরুষেরা।
তারা চিতলমারীর গোড়ানালুয়ায় অবস্থিত ‘বাংলাদেশ সেবাশ্রম’-এর কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে হোলি খেলে আনন্দ উৎসব করেন। দোল উৎসব উপভোগে পিরোজপুর, নাজিরপুরসহ দেশের বিভিন্ন স্থানের ভক্তরা ‘বাংলাদেশ সেবাশ্রম’-এর কেন্দ্রীয় মন্দিরে ছুটে আসেন। উৎসব উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় এক নগরকীর্ত্তণ বের হয়। এ সময় তারা একে অপরকে আবিরে রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
‘বাংলাদেশ সেবাশ্রম’-এর কেন্দ্রীয় মন্দিরে আসা প্রবীনরা বলেন, দোল পূর্ণিমার এ দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সখীদের সঙ্গে রংয়ের আবির দিয়ে খেলায় মেতে উঠেন। কোথাও এই দোল পূর্ণিমাকে দোল যাত্রা বলে। আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে। দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমাও বলা হয়। দোল পূর্ণিমার মূল আকর্ষণ আবির। এই দিনটি আবিরের রঙে রাঙিয়ে দেওয়ার দিন। এই দিনে রাধা-কৃষ্ণের পূজা করা হয়। দোলযাত্রাটি রাধা-কৃষ্ণকে ঘিরেই।
‘বাংলাদেশ সেবাশ্রম’ কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক নিত্যানন্দ বিশ্বাস জানান, উৎসবমুখর পরিবেশে শিশু কিশোর তরুণ থেকে বৃদ্ধ সবাই পরস্পরকে আবির মাখিয়ে মেতে উঠেন এ দোল উৎসবে। পাশাপাশি শ্রীকৃষ্ণ ও রাধার পূজাও করা হয়।