ময়মনসিংহ ডিবি’র অভিযানে প্রাইভেটকারে বহনকালে গাঁজাসহ গ্রেফতার ৭ জন
ময়মনসিংহে ডিবির অভিযানে প্রাইভেটকারে বহন কালে গাজাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা ০৩ (তিন) কেজি গাঁজা ও গাঁজা বহনের জন্য ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী, মোঃ শহিদ আকন্দ (৪০), পিতা মৃত-সৈয়দ আলী আকন্দ, মাতা-মোছাঃ জামিনা খাতুন, সাং-পাড়াইল আকন্দবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, রফিকুল ইসলাম (৪১), পিতা-মোঃ ছাবিদ আলী, মাতা মৃত-রহিমা খাতুন ওরফে বিবি ফাতেমা, সাং-উত্তর কাদরা, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী এ/পি সাং-বাসা নং-ক/৫৭ খা পাড়া, আজিজ খা (৭০) এর বাসার ভাড়াটিয়া, থানা-খিলক্ষেত, ডিএমপি-ঢাকা, মাসুদ (৪৫), পিতা মৃত-আলী হোসেন, মাতা-মোছাঃ সাবিনা খাতুন, সাং-রুহুল আমিন (মুন্সির হাট) থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, এ/পি সাং-৪৫০ মানিকদি বাজার, লিখন (৪৮) পিতা মৃত-তাহের এর বাসার ভাড়াটিয়া, থানা-ক্যান্টনমেন্ট, ডিএমপি ঢাকা, শাহিন (৩০), পিতা-মোঃ আঃ বারেক, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-উজান বারেরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ,মোঃ শাহাদাত হোসেন রাকিব (২১), পিতা-আনিছুজ্জামান মঞ্জু, মাতা-শাহানাজ বেগম, সাং-সোনাখালী ফরাজী বাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ,রাকিবুল ইসলাম (২৫), পিতা-মোঃ নূরুল ইসলাম, মাতা-মোছাঃ মনোয়ারা খাতুন, আলমগীর (৩০), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-মোছাঃ রাশিদা খাতুন, উভয় সাং-উজান বারেরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।