গোপালগঞ্জে মোদির সফর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ সেলিম ও ফারুক খান এমপি
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন করেন।
শনিবার দুপুরে পরিদর্শন শেষে তাকে বিদায় জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সংঘাতিপতি ও ভারতীয় লোকসভার সদস্য শান্তনু ঠাকুর, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ও ওড়াকান্দি ঠাকুর বাড়ির অন্যতম সদস্য সুব্রত ঠাকুর সহ মতুয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে এই দিনটি স্মরণীয় করে রাখতে তারা সকলকে সাথে নিয়ে ফটোসেশনে অংশ নেন।