কোটালীপাড়া উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম সড়ক দূর্ঘটনায় নিহত

নারায়ণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম (৪৮) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। 
গত মঙ্গলবার দিবাগত রাত ১০টায় মুন্সিগঞ্জের মাওয়া ফেরি ঘাটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নারায়ণ চন্দ্র দাম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের নীল রতন দামের ছেলে। 
নিহত নারায়ণ চন্দ্র দামের পারিবারিক সূত্রে জানাগেছে, ঘটনার দিন রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরার সময় মাওয়া ঘাটে এসে তিনি হেটে ফেরিতে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় নারায়ণ চন্দ্র দামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। 
তার মৃত্যুর সংবাদ কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 
নারায়ণ চন্দ্র দামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস গভীর শোক প্রকাশ করে বলেন, নারায়ণ চন্দ্র দাম ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সে ছিলেন মুজিব আদর্শের একজন নিবেদিত কর্মী। তার মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপুরোনিয় ক্ষতি হয়েছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *