বঙ্গবন্ধু’র জম্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কেক কেটেছে আওয়ামীলীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে জম্মদিন পালন করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু’র সমাধিসৌধ কমপ্লেক্সে-এ কেক কেটে জম্মদিন পালন করা হয়। কেক কাটার পর নেতাকর্মীরা একে অপরকে কেক খাইয়ে দিয়ে আনন্দ প্রকাশ করেন। পরে নেতাকর্মীরা বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা জানান এবং পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌরমেয়র শেখ তোজাম্মেল হক টুটুল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।