নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় আশার আলো মহাবিদ্যলয়ের অধ্যক্ষ নিহত
নড়াইল সদরের তুলারামপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশার আলো মহাবিদ্যলয়ের অধ্যক্ষ রওশন আলম (৫০) নিহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রওশন আলম তুলারামপুর দক্ষিণপাড়ার জামশেদ আলী খানের ছেলে। রওশন আলমের ভাই জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম মুকুল জানান, বুধবার সকালের দিকে তুলারামপুর সেতু সংলগ্ন পার্শ্ব সড়ক থেকে রওশন আলম মোটরসাইকেলযোগে হাইওয়েতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও সেখানে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় নিহতের পরিবার, কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।