কাশিয়ানী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হল
আজ ১৭ মার্চ (বুধবার) সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় কাশিয়ানী উপজেলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বি আর ডিবি এবং আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রথমে বঙ্গবন্ধুর স্মৃতি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পরে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জন্মবার্ষিকী পালন করেন।
এ সময় উপস্থিত উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।
বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত ছিলেন। উল্লেখ্য ১৯২০ সালের (এই দিনে)১৭ মার্চ তদানীন্তন ভারতবর্ষের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়েরা খাতুন। চার কন্যা এবং দুই পুত্রের সংসারে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের সকল সদস্যবৃন্দ, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান ইন্সপেক্টর তদন্ত ফিরোজ আলম সহ থানার অন্যান্য পুলিশ সদস্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগ রহমান মুক্তা, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান সহ উপজেলার অন্যান্য চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।