নারায়নগঞ্জকে সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করা হবে : সিটি কর্পোরেশন মেয়র
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়গঞ্জকে সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করা হবে। নারায়নগঞ্জে সরকারের উন্নয়ন ধারা অব্যহত রাখতে কাজ করা হচ্ছে।
শনিবার (১৩ মার্চ) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরে তিনি ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় নারায়গঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুকুল উপস্থিত ছিলেন।