“”মোল্লাহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত””
০৮-০৩-২০২১ “করোনা কালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২১ ইং পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বি,আর,ডিবি’র সভা কক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক চেক প্রদানসহ বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউডিএস নুর জাহান, বি,আর,ডিবি’র কর্মকর্তা শেখর পাল, আমার বাড়ি আমার খামার এর উপজেলা সমন্বয়কারী অভিজিত রানা ও প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহসভাপতি শরীফ মাসুদুল করিম প্রমূখ। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার। এছাড়া জাতীয় মহিলা সংস্থার আয়োজনে পৃথকভাবে এ দিবসটি পালিত হয়েছে। উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আম্বিয়া জামানের সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত হয়।