টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম। শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে নিয়ে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ -এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর সবুর, ডিএমটিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর এম এ এন সিদ্দিক, ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বিআরটিএ-এর চেয়ারম্যান নূর মোহাম্মদ নুরুল হক, বিআরটিসি-এর চেয়ারম্যান তাজুল ইসলাম, ঢাকা বিআরটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী (নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শাকিরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া বিআরটিসি বাস ডিপো’র ম্যানেজার মোঃ জামশেদ আলী, ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার মোঃ জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।