গোপালগঞ্জের কোটালীপাড়ায় আবারো আগুনে পুড়লো দুটি বসতঘর
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে দুইটি বসতঘর। আজ বিকেলে উপজেলার পীড়ারবাড়ী গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, আজ বিকেল ৫ টায় পীড়ারবাড়ী গ্রামের কৃষ্ণকান্ত মধুর বসতঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে, এর ফলে পাশে থাকা পূন্য মধুর ঘরেও আগুন লেগে দুইটি বসতঘরই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ আনে ।
ক্ষতিগ্রস্তের দাবি আগুনে পুড়ে তাদের ১৫ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পেয়েই এখানে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।