বাগেরহাটে ৮৩৫ পিচ ইয়াবা সহ আটক
বাগেরহাট রামপাল হতে ৮৩৫ পিস ইয়াবা সহ আজাহার নামের ১ মাদক সম্রাট কে গ্রেফতার করেছে র্যাব-৬ আজ ( মঙ্গলবার) র্যাব ৬ খুলনা এর এক অভিযানে উদ্ধার হয় ৮৩৫ পিস ইয়াবা ও ১টি মোবাইল ও কিছু টাকাসহ আজাহার নামে আটক ১ জন।
র্যাব ৬ বলেন, একটা গোপন তথ্যের বৃত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং হাতেনাতে প্রমাণ সহ তাকে আটক করা হয়। এলাকাবাসির ভাষ্য মতে তিনি দীর্ঘদিন যাবত গোপনীয়তার সাথে এই ব্যাবসা করে আসছেন। এলাকায় প্রভাবশালী হওয়ায় এতদিন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলে আসেনি।