বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব নিলেন টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ

শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য শপথ নেওয়া টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল নির্বাচিত সকল কাউন্সিলর বৃন্দ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ’৭৫—এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ—এর পাবলিক প্রসিকিউটর শেখ মোশফেক কবির, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং মেয়রের শ্বশুর অলিদ শেখ, মেয়র পুত্র শেখ নিজামুল হক আরাফ, নবনির্বাচিত কাউন্সিলর (সংরক্ষিত আসন) রচনা বেগম, কুলসুম বেগম, পাপিয়া বেগম, কাউন্সিলর (সাধারণ আসন) মোঃ আলমগীর হোসেন, কাজী দেলোয়ার হোসেন, মঈনুল ইসলাম অপু, কাজী আরিফুজ্জামান, কাজী ফখরুল আলম, মোঃ ফায়েক শেখ, মোঃ চান মিয়া শেখ, মোঃ কেরামত মোল্লা, মোঃ নাসির শেখ, পৌর সচিব মোঃ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

dainikshatabarsa

এরপর, টুঙ্গিপাড়া পৌরসভার সম্মেলন কক্ষে সকল শ্রেণি—পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান নবনির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক (টুটুল) সহ সকল কাউন্সিলরবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *