নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

dainikshatabarsa

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যপ্রহরে ১২টা ১মিনিটে চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান , পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,বাংলাদেশের ওয়াকার্স পার্টি,জাতীয় সমাজতন্ত্রিক দল-জাসদ,জাতীয় পার্টি,নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আনজুমান আরার নেতৃত্বে পৌর কাউন্সিলরবৃন্দ,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, গণপুর্ত বিভাগ,নড়াইল সদর উপজেলার নির্বাহী অফিসার সালমা সেলিমের নেতৃত্বে উপজেলা পরিষদ,

আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিকের নেতৃত্বে শিক্ষকবৃন্দ,এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-এডাব,নড়াইল প্রেসক্লাব, নড়াইল জেলা প্রেসক্লাব,সম্মিলত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটার,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,জেলা শিল্পকলা একাডেমি,আওয়ামী শ্রমিকলীগ,যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ,জেলা ছাত্রলীগ, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রমূখ। একুশে ফেব্রুয়ারি রোববার সূর্য ডোবার সাথে সাথেই নড়াইল ভিক্টোরিয়া কলেজ কুড়িডোব মাঠে প্রতিবারের ন্যায় এবারও মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদেরকে স্মরণ করে লক্ষ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *