বঙ্গবন্ধু’র সমাধিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের, ১৯৭৫ —এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এবং বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ ফিল্ম ক্লাবের নবনির্বাচিত সভাপতি চিত্রনায়ক ওমর সানী, সাধারণ সম্পাদক পলাশ, সি এন এন বাংলা টিভির ডাইরেক্টর মোঃ সাকের আহম্মেদ, জাহিদ হোসেন, নজরুল ইসলাম রাজ, ইঞ্জিনিয়ার জামান এম এ রহমান, সোহরাব হোসেন, কামাল মাহমুদ কিবরিয়া, ওজিদ নন্দী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে নিয়ে সমাধিসৌধ কমপ্লেক্স ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।