কোটালীপাড়ায় জায়গা জমির জেরে মারপিট ২ নারী আহত

Dainik Shatabarsa

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরধরে মারপিটে দিপালী বালা ( ৪৫) ও মাধূরী গাঙ্গুলী (৫০) নামক দুই নারী আহত হয়েছে । গত ১৬ ফেব্রæয়ারী বিকালে উপজেলার দেওপুরা গ্রামে এ ঘটনা ঘটে । স্বজনেরা আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরিস্কার বালা বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে জানা যায়, এলাকার নেজামুল সিকদারের ছেলে নাইম সিকদার (৪০) সাথে ফটিক চন্দ্রর বালার ছেলে বুদ্ধি বালা (৮৫)সহ শরীকদের দীর্ঘদিন যাবৎ পুকুরের জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে । ঘটনার দিন উক্ত বিরোধ পূর্ণ পুকুরে নাইম সিকদার লোকজন নিয়ে মাছ চাষ করতে গেলে বুদ্ধি বালার লোকজন বাধা দেয় । দীপালী বালা সাংবাদিকদেও বলেন- দাদা শশুরের সময় থেকে আমরা পুকুর ভোগ দখর করে আসছি ,নাইম তার ভাইদেও সহ লোকজন নিয়ে জোর পূর্বক পুকুরে মাছ ছাড়তে আসে ,বাধা দিলে আমাদের মারপিাট করে।

বুদ্ধি বালা জানান – আমার পূর্ব পুরুষেরা প্রায় ২শ বছর পূর্বের থেকেপুকুরটি ভোগ দখর কওে আসছে , এখন ৬ শরীক, আমরাই পুকুরের মালিক। মুজিবুর রহমান শেখ ও দেলোয়ার হোসেন জানান- পুকুরটি বুদ্ধি বালা সহ শরীকরা দীঘৃদিন যাবৎ ভোগ দখল করে আসছে । মুজিবুর আরো জানান- আমিও লিছ নিয়ে পুকুরটিতে মাছ চাষ করেছি ।

সুশীর বালা, রাশুতোষ বালা ,দীপু বালা , সুধীর বালা , সুবর্ণা বালা বলেন- নাইম সিকদার ও তার লোকজনদের মাছ ছাড়তে বাধা দেওয়ায় দীপালী বালা ও মাধূরী গাঙ্গুলি কে মারপিট করে। এ ব্যাপারে নাইম সিকদাওে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি ঐ পুকুরে ক্রয় সূত্রে আংশিক মালিক ,সে কারনেই আমি মাছ ছাড়তে গিয়েছিলাম , ওখানে মারপিটের কোন ঘটনা ঘটে নেই । এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই দবির শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন – থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে , তদন্ত প্রক্রিয়াধীন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *