গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১

Dainik Shatabrasa

 শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। ২১ ফেব্রুয়ারি (রোবার) রাত ১২.০১ মিনিটে গোপালগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্হ্য বিধি অনুসরণ করে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসমূহ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করবেন।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে ২০ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা ও আল্পনা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। এছাড়াও শনিবার সকাল ৯ টায় জেলা শিশু একাডেমিতে আবৃত্তি ও দেশাত্মবোধ গানের প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে স্ব স্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে সকল ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে নিজ ব্যবস্হাপনায় প্রার্থনার আয়োজনও করবেন। গোপালগঞ্জ নজরুল লাইব্রেরী প্রাঙ্গনে ১৪ হতে ২১ ফেব্রুয়ারি, (সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা) পযন্ত বইপড়া অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া জেলা তথ্য কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম গণমাধ্যমকে জানান, জেলা তথ্য অফিসের আয়োজনে ‘২১ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যা ৬ টা হতে রাত সাড়ে ৮ টা পর্যন্ত শেখ রাসেল শিশুপার্ক চত্বরে তথ্যচিত্র প্রদর্শন করবে এবং শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ঐদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিনব্যাপি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সম্পন্ন হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *