চিতলমারীর খাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার খাসেরহাট বাজারে তিনটি দোকান ও একটা বসতঘর পুড়ে ছাই। প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি। প্রতক্ষ সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত আনুমানিক দুই ঘটিকার সময় মশাড় কয়েল অথবা বৈদ্যুতিক সটসার্কিটের কারনে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারনা করছে৷ খাসেরহাট বাজারের কেন্দ্রে অবস্থিত এ তিনটি দোকান ও একটি বসতঘর। প্রাথমিক ভাবে জানা যায়, তিনটি দোকানের একটি বিকাশ বড়াল নামে এক ব্যবসায়ীর। তিনি সার , কীটনাশক , খৈল, ভূসির ব্যবসা করেন।
তার দোকানের ঘর সহ সমস্ত মালামাল ভষ্মীভূত। তার প্রায় আনুমানিক আশি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এখন দিশেহারা হয়ে পড়েছে। অন্য দোকানগুলোর মধ্যে একটি শেফালী মন্ডল নামে এক মহিলার। প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যায়। এক ছেলে ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক মেয়ে নিয়ে তিনি দোকানের সাথে মিলানো ঘরে বসবাস করেন। এখানে তিনি দর্জি কাজ করেন সিট কাপড় ও শাড়ী কাপড় বিক্রি করেন। এ অগ্নিকাণ্ডে তার প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব কিছু হারিয়ে তিনি এখন পাগল প্রায়।
এছাড়া অন্য দোকানের মালিক ফনিভুষন মজুমদার নামে এক জনের। তার ঘরে দুলাল নামে এক লোক গামছা লুঙ্গির ব্যবসা করতেন। এতে তার ও প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে , স্থানীয় লোকজন জানান, তারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছিলেন, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে ছাই হয়েছে। তাই সব কিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দিশেহারা। খবর পেয়ে ঐ রাতেই চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মারুফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্তনা দেন। এবং তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।